Khoborerchokh logo

আমেরিকার নির্বাচন আপডেট জো বাইডেরে দরকার আর ৪৭ ইলেক্টোরাল ভোট । 464 0

Khoborerchokh logo

আমেরিকার নির্বাচন আপডেট জো বাইডেরে দরকার আর ৪৭ ইলেক্টোরাল ভোট ।

খবরের সময় ডেস্ক

মার্কিন মিডিয়ার পূর্বাভাসে এখন পর্যন্ত জো বাইডেন ২২৩ ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে। প্রেসিডেন্ট হতে দরকার আর মাত্র ৪৭ ইলেক্টোরাল ভোট।অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৭৪ ভোট। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীর মোট ২৭০ টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।

পূর্বাভাসে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আলাবামা, সাউথ ক্যারোলাইনা, ইন্ডিয়ানা, কেন্টাকি, টেনেসি, ওকলাহোমা, নর্থ ও সাউথ ডাকোটা, আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, লুইজিয়ানা, উটাহ , নেব্রাস্কা ও ওয়াইয়োমিংয়ে জিতবেন।

অন্যদিকে ডেমোক্র্যাট জো বাইডেন ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়ারে, ইলিনয়, ভারমন্ট, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, নিউ মেক্সিকো ও নিউ হ্যাম্পশায়ার জিততে পারেন।

এদিকে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে প্রেসিডেন্ট ট্রাম্প।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com